ভারতের গোয়ার একটি নৈশক্লাবে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এদের বেশিরভাগই নৈশক্লাবের কর্মচারী।
সংবাদমাদ্যম এনডিটিভি এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, নিহতদের মধ্যে ৩ জন পর্যটক রয়েছেন বলে জানিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।
পুলিশ জানিয়েছে, শনিবার মধ্যরাতে গোয়া রাজ্যের উত্তরাঞ্চলের আরপোরা গ্রামের বির্চ বাই রোমিও লেন রেস্তোরাঁয় এই দুর্ঘটনা হয়। বিস্ফোরণের পরপরই সেখানে আগুন ধরে যায়।
গত বছরই এই রেস্তোরাঁটি চালু হয়েছিল বলে জানা গেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরইমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
দুর্ঘটনার সঙ্গে রেস্তোরাঁ কর্তৃপক্ষের অনিয়মের প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন সাওয়ান্ত।
দুর্ঘটনার জেরে গোয়ার বাকি সব নৈশক্লাবের অগ্নি নিরাপত্তা ব্যবস্থার তথ্য দিতে নির্দেশনা জারি করতে যাচ্ছে কর্তৃপক্ষ।
ডার্ক টু হোপ/এসএইচ