রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫,
২৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English हिन्दी

রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ
তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু
গাজীপুর প্রতিনিধি
Publish: Saturday, 6 December, 2025, 11:18 PM

ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশনে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে যায়। এতে প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। তবে বর্তমানে এ রুটে যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ট্রেনের যাত্রীরা জানান, শনিবার বিকেল ৪টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেন শ্রীপুরের কাওরাইদ স্টেশনে প্রবেশ করে। কাওরাইদ স্টেশন ছাড়া মাত্রই ট্রেনের ইঞ্জিনে বিকট শব্দ হয়। এরপরই ট্রেনের গতি কমে গিয়ে ইঞ্জিনে থাকা মবিল ছড়িয়ে-ছিটিয়ে ট্রেনের যাত্রীদের গায়ে পড়তে থাকে।

এ বিষয়ে শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মো. শামীম জানান, ট্রেনটি হঠাৎ বিকল হয়ে পড়ে। এতে ময়মনসিংহ অঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। পরে ট্রেনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিকল্প ইঞ্জিন এসে বিকল হওয়া ট্রেনে যুক্ত করা হলে সন্ধ্যা ৭টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

গাজীপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
ফরিদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত
গণবদলি ও শোকজের মুখে পরীক্ষায় ফিরলেন প্রাথমিক শিক্ষকরা
যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে ৭.০ মাত্রার ভূমিকম্প
শীতে কাঁপছে তেঁতুলিয়া, ১০ ডিগ্রির ঘরে তাপমাত্রা
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝