রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫,
২৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English हिन्दी

রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
আন্তর্জাতিক
গাজা যুদ্ধবিরতি আলোচনা সংকটের মধ্যে, কাতারের সতর্কবার্তা
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Saturday, 6 December, 2025, 5:40 PM

গাজা যুদ্ধবিরতি আলোচনা ‘সংকটময় মুহূর্তের মধ্যে’ রয়েছে বলে সতর্ক করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল তানি। 

দোহা ফোরামের ২৩তম অধিবেশনে শনিবার (৬ ডিসেম্বর) এ সতর্কবার্তা দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা। 

কাতার প্রধানমন্ত্রী বলেন, হামাস ও ইসরায়েলের যুদ্ধ বন্ধে গাজার মধ্যস্থতায় মার্কিন প্রচেষ্টা সর্বশেষ যুদ্ধবিরতি চুক্তিসহ ‘সাফল্য অর্জনে সহায়তা করেছে’। মধ্যস্থতাকারীরাও এ যুদ্ধ বন্ধের জন্য সর্বোচ্চ সমর্থন দেখিয়েছেন। শেষপর্যন্ত আমরা একটি চুক্তি করতে সক্ষম হয়েছি।

তবে তিনি সতর্ক করে দিয়েছেন যে, এখনও স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি করা সম্ভব হয়নি। এ জন্য মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

শেখ মোহাম্মদ বলেন, আমরা একটি সংকটময় মুহূর্তে রয়েছি। আমরা যা করেছি তা কেবল বিরতি, এখনো এ চুক্তিকে যুদ্ধবিরতি হিসেবে বিবেচনা করতে পারি না।

তিনি বলেন, ইসরায়েলি বাহিনী পুরোপুরি প্রত্যাহার না হলে, গাজায় স্থিতিশীলতা না থাকলে এবং মানুষ ভিতরে ও বাইরে যেতে না পারলে, যুদ্ধবিরতি কখনো সম্পন্ন হতে পারে না।

শেখ মোহাম্মদ আরও বলেন, মধ্যস্থতাকারীরা বর্তমানে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে ‘এগিয়ে যাওয়ার পথ তৈরিতে’ জোর কাজ করছেন।

গাজার কর্তৃপক্ষের মতে, অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী ৫০৯ বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এ সময়ে কমপক্ষে ৩৬৬ ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১ হাজার আহত হয়েছে।

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

গাজীপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
ফরিদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত
গণবদলি ও শোকজের মুখে পরীক্ষায় ফিরলেন প্রাথমিক শিক্ষকরা
যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে ৭.০ মাত্রার ভূমিকম্প
শীতে কাঁপছে তেঁতুলিয়া, ১০ ডিগ্রির ঘরে তাপমাত্রা
আন্তর্জাতিক- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝