রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫,
২৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English हिन्दी

রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ
দেড় দশকে রাঙ্গামাটিতে হাতির আক্রমণে ৩৬ জনের মৃত্যু
রাঙ্গামাটি প্রতিনিধি
Publish: Saturday, 6 December, 2025, 8:39 AM

বাংলাদেশের মধ্যে পার্বত্য চট্টগ্রামে এশিয়ান হাতির বিচরণ অন্যতম। তিন পার্বত্য জেলার মধ্যে রাঙ্গামাটিতে হাতির বিচরণ বেশি। কিন্তু বনাঞ্চলের এ হাতি অনেকটাই সংকটাপন্ন অবস্থায় আছে। একের পর এক নিধনের শিকার হচ্ছে বিপন্ন এই প্রাণী।

বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত ভাবে পাহাড়ে পাদদেশে সরকারি-বেসরকারি স্থাপনা নির্মাণ এবং বসতি স্থাপনের কারণে দিনদিন বনাঞ্চল উজাড় হচ্ছে। যে কারণে বনে খাদ্য সংকট, আবাসস্থল ও নিরাপদ বিচরণক্ষেত্র ধ্বংস এবং শিকারিদের হত্যার কারণে রাঙ্গামাটিতে হাতির সংখ্যা কমতে শুরু করেছে। বন উজাড়ের কারণে খাবারের খোঁজে হাতি চলে আসছে লোকালয়ে। হামলা চালাচ্ছে বসতবাড়িতে, মারছে মানুষ। মানুষও বাঁচতে হাতির পালের ওপর হামলা চালাচ্ছে। গত দেড় দশকে নানা কারণে ১৩টি হাতির মৃত্যু হয়েছে। অন্যদিকে হাতির আক্রমণে ৩৬ জনের মৃত্যু হয়েছে।  

রাঙ্গামাটি বন বিভাগ ও একাধিক তথ্য সূত্রে জানা গেছে, বন্যহাতির আক্রমণে ২০১১ সালে এক জন, ২০১৩ সালে এক জন, ২০১৪ সালে তিন জন, ২০১৫ সালে ছয় জন, ২০১৬ সালে দুই জন, ২০১৭ সালে তিন জন, ২০১৯ সালে দুই জন, ২০২০ সালে চার জন, ২০২১ সালে তিন জন, ২০২২ সালে দুই জন, ২০২৩ সালে পাঁচ জন, ২০২৪ সালে দুই জন ও ২০২৫ এক জনের মৃত্যু হয়।

বন বিভাগ এবং একাধিক তথ্য সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৮ জুন কর্ণফুলী রেঞ্জে প্রসবকালীন একটি মা হাতি মারা যায়। ২০১৩ সালে একটি, ২০১৪ সালে গুলিতে একটি, ২০১৫ সালে বৈদ্যুতিক তারে দুইটি, ২০১৬ সালে বৈদ্যুতিক তারে মা হাতি, ২০১৭ সালে একটি, ২০২১ সালে একটি, ২০২৩ সালে দুইটি হাতির মৃত্যু হয়েছিলো। এছাড়া ২০২৪ সালে পুঁতে রাখা অবস্থায় মৃত হাতির হাড়গোড় উদ্ধার করা হয়। ২০২৫ সালে শাবকসহ বুনো হাতি মুত্যু হয়। একই বছর কাপ্তাই হ্রদে পড়ে নয় মাস বয়সী হাতি শাবকের মৃত্যু হয়েছে।

পরিবেশবাদীরা বলছেন, পার্বত্য চট্টগ্রামে বন উজাড়ের কারণে খাদ্য সংকট এবং হাতির চলাচলের করিডোরে মানুষের উপস্থিতি ও বসতি গড়ে তোলায় হাতি-মানুষের দ্বন্ধ বাড়ছে। এ দ্বন্ধের কারণে অনেকেই প্রাণ হারাচ্ছেন হাতির আক্রমণে। হাতিও মানুষ দ্বারা আক্রমণের শিকার হচ্ছে। পার্বত্য চট্টগ্রামে হাতির নিরাপদ আবাসস্থল ও খাদ্য সংকট মোকাবেলায় বন বিভাগের উদ্যোগ নেয়া জরুরি বলে মনে করেন তারা।

রাঙ্গামাটি ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমান বলেন, পার্বত্যাঞ্চলে বন বিভাগের উদ্যোগে দুর্লভ প্রজাতির হাজার-হাজার চারা রোপনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি সফল ভাবে করতে পারলে পার্বত্য চট্টগ্রামে হাতির নিরাপত্তা করিডোরের সংখ্যা আরও বাড়বে, পরিবেশের ভারসাম্যও বজায় থাকবে। তিনি বলেন, হাতি কোন ফসল খেয়ে ফেললে কিংবা বসত ঘর ভেঙ্গে দিলে মানুষ যেন হাতির উপর আক্রমণ না করে সে পরামর্শ দেওয়া হচ্ছে। হাতির আক্রমণে ক্ষতিগ্রস্থদের নিয়ম মেনে আবেদন করলে বন বিভাগের পক্ষ থেকে সহযোগিতা প্রধান করা হবে জানান তিনি।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে ৪ কোটি ২৫ লাখের বেশি শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে: ইউনিসেফ
শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৬১৮, এশিয়াজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
হাসপাতালে ভর্তি নচিকেতা
৫ কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ
বিটিআরসির সামনে অবরোধ, বিক্ষোভ মোবাইল ব্যবসায়ীদের
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝