রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫,
২৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English हिन्दी

রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ
মুন্সিগঞ্জে বিএনপির মনোনয়ন দ্বন্দ্বে সংঘর্ষ-অবরোধ, আহত ১০
মুন্সিগঞ্জ প্রতিনিধি
Publish: Friday, 5 December, 2025, 11:27 PM

মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে তুমুল হাঙ্গামা বেধেছে। ঘোষিত প্রার্থী কামরুজ্জামান রতনের মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং গজারিয়ায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। 

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় মুন্সিগঞ্জ ও গজারিয়া এলাকা।

গতকাল বৃহস্পতিবার কামরুজ্জামান রতনকে এ আসনে মনোনয়ন দেওয়ার পর থেকেই মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির সদস্যসচিব মো. মহিউদ্দিন আহমেদের সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরই জেরে শুক্রবার জুমার নামাজের পর থেকে মুক্তারপুর সেতু এলাকায় জড়ো হতে থাকেন মহিউদ্দিনের হাজারো সমর্থক। বিকেল সাড়ে ৩টার দিকে তারা সেতুটির অন্তত ৬টি স্থানে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেন এবং বিক্ষোভ প্রদর্শন করেন। এতে ঢাকার সঙ্গে মুন্সিগঞ্জের যোগাযোগ রক্ষাকারী গুরুত্বপূর্ণ এই সেতুতে দুই ঘণ্টারও বেশি সময় যান চলাচল বন্ধ থাকে, সৃষ্টি হয় তীব্র যানজট।

একই সময়ে গজারিয়া উপজেলায় বিক্ষোভ চলাকালে বিএনপির দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

মুক্তারপুরের অবরোধ শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সিগঞ্জ শহরে মশাল মিছিল বের করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

আন্দোলনকারীদের অভিযোগ, গত ১৭ বছর রাজপথের কঠিন সময়ে কামরুজ্জামান রতন মাঠে ছিলেন না। আন্দোলন-সংগ্রাম সংগঠিত করেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল হাই ও তার ভাই মহিউদ্দিন আহমেদ।

বিক্ষোভে অংশ নিয়ে মিরকাদিম পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের নেত্রী যখন অসুস্থ, তখন টাকার বিনিময়ে অযোগ্য লোককে মনোনয়ন দিয়েছেন মির্জা ফখরুল। আমরা দ্রুত এটি প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও শহর বিএনপির সদস্যসচিব মাহবুব আলম স্বপন হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রার্থী পরিবর্তন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সুপার মেনহাজুল ইসলাম জানান, জনগণের জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা গ্রহণ করছে এবং সতর্ক অবস্থানে রয়েছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে ৪ কোটি ২৫ লাখের বেশি শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে: ইউনিসেফ
শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৬১৮, এশিয়াজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
হাসপাতালে ভর্তি নচিকেতা
৫ কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ
বিটিআরসির সামনে অবরোধ, বিক্ষোভ মোবাইল ব্যবসায়ীদের
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝