আসন্ন আইপিএলের আগেই আন্দ্রে রাসেলকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। নিলামে তার দল পাওয়ার সম্ভাবনা ছিল। তবে হঠাৎই আইপিএল থেকে অবসর নিয়েছেন এই ক্যারিবীয়ান অলরাউন্ডার।
ক্রিকবাজের সঙ্গে আলাপকালে অবসরের ব্যাখ্যায় উসাইন বোল্ট ও এবি ডি ভিলিয়ার্সের উদাহরণও টেনেছেন তিনি। রাসেল বলেন, ‘উসাইন বোল্ট, কিংবা এবি ডি ভিলিয়ার্সকে উদাহরণ হিসেবে নেওয়া যেতে পারে। যখন তারা সেরা ছন্দে থাকা অবস্থাতেই খেলা ছেড়ে দেন, তখন বহু ভক্তই প্রশ্ন করেছিলেন, ‘কেন?’ যখন আমি এই সিদ্ধান্ত নিলাম, তখন মনে হয়েছে এই মুহূর্তে এটিই আমার জন্য সেরা সিদ্ধান্ত। আমি ধীরে ধীরে ম্লান হয়ে যেতে চাই না; আমি একটি কীর্তি বা স্বাক্ষর রেখে যেতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমার বিশ্বাস, এমন অবস্থায় অবসর নেওয়া উচিত যখন মানুষ ‘কেন?’ জিজ্ঞেস করে, এমন অবস্থায় নয় যখন তারা বলে, 'ঠিক আছে, হ্যাঁ, আপনার তো তিন-চার বছর আগেই অবসর নেওয়া উচিত ছিল।’
আইপিএলের আগামী আসরে কলকাতার পাওয়ার কোচ হিসেবে কাজ করবেন রাসেল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যতটা পারি সেই ভূমিকা পালন করার চেষ্টা করব। এমনকি আমার জন্যও এটা (পাওয়ার কোচ) নতুন। আপনি যখন এত বছর ধরে ক্রিকেটের সঙ্গে থাকবেন তখন কোন কিছুই আসলে অসম্ভব নয়। আমাদের অভিষেক (নায়ার), ওয়াট্টো (শেন ওয়াটসন), টিম (সাউদি) এবং ডিজে ব্রাভো আছে। আমরা দ্রুতই এক সঙ্গে বসব এবং সবার ভূমিকা নিয়ে আলোচনা করব। আমি যেকোন বিভাগে সহায়তা করতে পেরে খুশি থাকব— সেটা জিম হোক, ফিটনেস হোক কিংবা অন্য কিছুতে।’
ডার্ক টু হোপ/এসএইচ