রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫,
২৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English हिन्दी

রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
খেলাধুলা
আমিরুল-রাকিবুলের ঝলকে জুনিয়র হকি বিশ্বকাপে প্রথম জয়
স্পোর্টস ডেস্ক
Publish: Thursday, 4 December, 2025, 9:31 PM

প্রথমবার জুনিয়র হকি বিশ্বকাপ খেলা বাংলাদেশ প্রথম জয়ের দেখা পেয়েছে। বৃহস্পতিবার ভারতের মাদুরাই আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে স্থান নির্ধারণী লড়াইয়ে ওমানের বিপক্ষে ১৩-০ গোলে জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। 

হ্যাটট্রিকসহ পাঁচ গোল করেছেন আমিরুল। তার সঙ্গে হ্যাটট্রিকের মাতেন রাকিবুল হাসানও। ওমানের বিপক্ষে বাংলাদেশের গোলের সূচনা হয় স্টিক থেকে ম্যাচের ৭ মিনিটে। ১১ মিনিটে চতুর্থ পেনাল্টি কর্নারে বাংলাদেশকে লিড এনে দেন আমিরুল। ম্যাচের ১৫ মিনিটের মধ্যে দুটি পেনাল্টি কর্নারে গোল করে টুর্নামেন্টে নিজের তৃতীয় হ্যাটট্রিক পূর্ণ করেন একুশ বছর বয়সী এ তারকা। 

আমিরুলের পর ঝলক দেখাতে শুরু করেন রাকিবুল হাসান। ম্যাচের ১৯ এবং ২৫ মিনিটে দুটি ফিল্ড গোল করে বাংলাদেশের লিডকে ৫-০ তে নিয়ে যান রাকিবুল। ৩৩ মিনিটে ফিল্ড গোল করে স্কোরশিটে নাম লেখান মো. আব্দুল্লাহ। এক মিনিট পর পিসি স্পেশালিস্ট আমিনুল কাঁপান ওমানের জাল। যে গোলটি ছিল ম্যাচে তাঁর চতুর্থ। ৪০ মিনিটে ওবায়দুল হাসান জয় নিজের প্রথম এবং দলের অষ্টম গোল করেন। 

ম্যাচের ৪৭ মিনিটে রাকিবুল নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। পাঁচ গোল করা আমিরুলের ম্যাচ সেরার পুরস্কার ছিনিয়ে নেন তিনি। আন্তর্জাতিক হকিতে বাংলাদেশের বড় প্রতিপক্ষ ওমানকে। কিন্তু জুনিয়র বিশ্বকাপে সেই ওমানকে উড়িয়ে দেওয়ায় আলাদা স্বস্তি কাজ করছে বাংলাদেশ শিবিরে।

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে ৪ কোটি ২৫ লাখের বেশি শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে: ইউনিসেফ
শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৬১৮, এশিয়াজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
হাসপাতালে ভর্তি নচিকেতা
৫ কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ
বিটিআরসির সামনে অবরোধ, বিক্ষোভ মোবাইল ব্যবসায়ীদের
খেলাধুলা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝