বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫,
১৯ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
ধর্ম
টঙ্গীতে জোড় ইজতেমার আখেরি মোনাজাত মঙ্গলবার
গাজীপুর প্রতিনিধি
Publish: Monday, 1 December, 2025, 8:46 PM

টঙ্গী তুরাগ তীরে চলছে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের তত্ত্বাবধানে জোড় ইজতেমা। পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমার শেষ মুহূর্ত চলছে এখন। নামাজ, বয়ান, জিকির, তালিম ও পরামর্শে সময় কাটাচ্ছেন জোড়ে আগত মুসল্লিরা। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে আখেরি মোনাজাতের মাধ্যমে এ জোড় ইজতেমার সমাপ্তির কথা রয়েছে। এর আগে সকাল থেকে শুরু হবে হেদায়াতি বয়ান।  

বিষয়টি জানিয়েছেন তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি জানান, এ জোড় থেকে কয়েক হাজার জামাত আল্লাহর রাস্তায় তাবলিগের সফরে ২, ৩ ও ৪ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠাতিব্য খুরুজের জোড়ের প্রস্তুতির জন্য বের হবেন। আর বাকিরা নিজ নিজ মহল্লা বা জেলায় প্রত্যাবর্তন করে জোড়ের জন্য মেহনত শুরু করবেন। আগামীকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকেই হেদায়াতি বয়ান শুরু হবে।

তিনি আরও বলেন, নিয়ম অনুযায়ী পুরান সাথিদের জোড়ের ৪০ দিন পরে টঙ্গী ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবার আগের নিয়মে হচ্ছে না। জাতীয় নির্বাচনের কারণে তা নির্বাচনের পর হবে।

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
এভারকেয়ারের সামনে দুই প্লাটুন বিজিবি মোতায়েন
বৈদ্যুতিক তারের ওপর কাপড়, মেট্রোরেল চলাচল বিঘ্নিত
পানিতে ডুবিয়ে ৮ কুকুরছানা হত্যার অভিযোগে নিশি খাতুন গ্রেপ্তার
ইডেন কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ
ধর্ম- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝