৯ ঘণ্টার ব্যবধানে খুলনায় আবারও গুলির ঘটনা ঘটেছে। এতে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) রাত ৯টার দিকে নগরীর জিন্নাহপাড়া এলাকায় তাকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা।
আহতের নাম সম্রাট কাজী (২৮)। তিনি নড়াইলের কাজী আজিজুর রহমানের ছেলে ও খুলনা শিপইয়ার্ডে অফিস সহকারী হিসেবে কাজ করেন। বর্তমানে সম্রাট শিপইয়ার্ড এলাকায় বসবাস করেন।
জানা গেছে, রাতে জিন্নাহপাড়া এলাকায় সম্রাটকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে তার হাতে গুলি লাগে। এ সময় হামলাকারীরা পিস্তলের বাট দিয়ে তার মাথায়ও আঘাত করে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, সম্রাটকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। হামলাকারীদের শনাক্তে অভিযান চলছে।
এর আগে, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে প্রকাশ্যে গুলির ঘটনা ঘটে। এতে দুজন নিহত হন। ওই হামলার ৯ ঘণ্টা পর আবারও গুলির ঘটনা শহরজুড়ে উদ্বেগ বাড়িয়েছে।
ডার্ক টু হোপ/এসএইচ