Publish: Friday, 28 November, 2025, 10:56 PM

লক্ষ্মীপুরের রামগঞ্জে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলার খলিফার দরজা ও কাটাখালি এলাকার রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের ব্রিকফিল্ড নামক স্থানে ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের উদনপাড়া গ্রামের আটিয়া বাড়ির মো. শাহজাহানের ছেলে হৃদয় হোসেন (২৫) এবং একই এলাকার মো. শফিকের ছেলে নাজমুল হাসান (২৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টায় কাটাখালি থেকে রামগঞ্জে আসার পথে সিএনজি চালিত একটি অটোরিকশার সঙ্গে হৃদয় ও নাজমুলকে বহনকারী মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে দুইজনই সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থল হৃদয় হোসেনের মৃত্যু হয়। পরে নাজমুলকে উদ্ধার করে ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
রামগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. আনোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। অটোরিকশাচালক ঘটনার পরপরই পলাতক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ডার্ক টু হোপ/এসএইচ