রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫,
২৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English हिन्दी

রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ
টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক
কক্সবাজার প্রতিনিধি
Publish: Friday, 28 November, 2025, 6:58 PM

কক্সবাজারের টেকনাফে সাঁড়াশি অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ নুর আহম্মদ (২৫) নামে এক সন্ত্রাসী যুবককে আটক করেছে বিজিবি। এ সময় একটি পাইপগান, একটি ওয়ান সুটারগান ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) টেকনাফের গোদারবিল এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃত নুর টেকনাফ গোদারবিল এলাকার মকবুল আহম্মেদের ছেলে।  

টেকনাফ ২ বিজিবি এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার গোদার বিল ও মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় স্থানীয় একটি সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার তথ্য পাওয়া যায়। অপরাধী চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত পর্যটক, যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের লক্ষ্য করে সশস্ত্র পদ্ধতিতে ছিনতাই, অপহরণ এবং জবরদস্তিমূলক অর্থ আদায় করে আসছিল। পর্যটক ও স্থানীয় জনগণের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি এলাকায় সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা সৃষ্টি হওয়ায় বিষয়টি বিজিবির নজরে আসে। 

অপরাধ দমনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২ বিজিবি জওয়ানরা ভোর রাতে গোদার বিল ও মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় একাধিক বিশেষ অভিযান চালায়। এ সময় দুটি অস্ত্রসহ নুর আহমদকে আটক করা হয়।  

তিনি আরও বলেন, অস্ত্রসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। পাশাপাশি, এ ঘটনায় গোদারবিল এলাকার আব্দুল জব্বারের ছেলে ইমাম হোসেনসহ ২/৩ জনকে পলাতক আসামি করে টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে।

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে ৪ কোটি ২৫ লাখের বেশি শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে: ইউনিসেফ
শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৬১৮, এশিয়াজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
হাসপাতালে ভর্তি নচিকেতা
৫ কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ
বিটিআরসির সামনে অবরোধ, বিক্ষোভ মোবাইল ব্যবসায়ীদের
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝