রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫,
২৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English हिन्दी

রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ
খুলনায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
খুলনা ব্যুরো
Publish: Friday, 28 November, 2025, 7:59 AM

খুলনা মহানগরীর খালিশপুরে ছুরিকাঘাতে ঈশান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রাজ নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খালিশপুর ফেয়ার ক্লিনিকের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ঈশান মুজগুন্নী পেটকা বাজার এলাকার বাসিন্দা মাছ ব্যবসায়ী সহিদুজ্জামান বাচ্চুর ছেলে। রাজ সোনাডাঙ্গা দ্বিতীয় ফেজ এলাকার বাসিন্দা মিজান উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে খালিশপুর ফেয়ার ক্লিনিকের সামনে মারামারির ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা ঈশান ও রাজকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে উপস্থিত জনতা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।  

খালিশপুর থানার ওসি মীর আতাহার আলী বলেন, ‘ধারালো অস্ত্রের আঘাতে ঈশানের পেটের ডান পাশে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে ঈশানের অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। তবে আহত রাজ চিকিৎসাধীন রয়েছে। মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনা যারা ঘটিয়েছে তাদের গ্রেপ্তারে রাতে অভিযান শুরু হয়েছে।’

প্রসঙ্গত, অভ্যুত্থানের পর থেকে গত ১৫ মাসে খুলনা নগরীতে ৪৬টি খুনের ঘটনা ঘটেছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে ৪ কোটি ২৫ লাখের বেশি শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে: ইউনিসেফ
শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৬১৮, এশিয়াজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
হাসপাতালে ভর্তি নচিকেতা
৫ কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ
বিটিআরসির সামনে অবরোধ, বিক্ষোভ মোবাইল ব্যবসায়ীদের
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝