৪৫তম বিসিএসের নন-ক্যাডার পদের ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বিসিএস থেকে মোট ৫৪৫ জন প্রার্থীকে বিভিন্ন নন-ক্যাডার পদে সাময়িকভাবে (provisionally) নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
পিএসসি জানায়, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা অনুসরণ করে ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২-এর আওতাধীন নন-ক্যাডার পদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এ বিসিএসে ৫৬৫টি সংশোধিত শূন্য পদের বিপরীতে ৫৪৫ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
ফলাফলে দেখা যায়, নন-ক্যাডারগুলোর মধ্যে সর্বোচ্চ ৫০ জন নবম গ্রেডে সমাজসেবা অফিসার পদে নিয়োগ পেয়েছেন।
এর আগে বুধবার রাতে ৪৫তম বিসিএসের ক্যাডারভুক্ত চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি, যেখানে ১,৮০৭ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
পিএসসি জানায়, পরবর্তী ধাপের নিয়োগ কার্যক্রম সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের মাধ্যমে সম্পন্ন হবে।
ডার্ক টু হোপ/এসএইচ