ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান কার্জন বিশেষ ক্ষমতা আইনের এক মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। এর ফলে তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
সোমবার (২৪ নভেম্বর) সকালে শুনানি শেষে হাইকোর্ট তাঁকে এই জামিন দেয়।
এর আগে, রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা এক মামলায় হাফিজুর রহমান কার্জন ও আরেক আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছিল আদালত। গত ৩১ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব এই রায় দেন।
গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’ নামের একটি প্ল্যাটফর্মের আয়োজনে একটি গোলটেবিল আলোচনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ঘটনার পর পুলিশ সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও আওয়ামী লীগের কয়েকজন নেতাকে হেফাজতে নেয়। পরে শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. আমিরুল ইসলাম মামলাটি দায়ের করেন।
মামলায় দাবি করা হয়, ‘মঞ্চ ৭১’ নামক সংগঠনটির আত্মপ্রকাশ হয় ৫ আগস্ট। তাদের উদ্দেশ্য হিসেবে বলা হয় মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র প্রতিহত করা এবং জনগণকে নিয়ে আত্মত্যাগের প্রস্তুতি নেওয়া। এই প্রস্তুতির অংশ হিসেবে ২৮ আগস্ট গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়, যাতে গ্রেফতার হওয়া আসামিসহ ৭০-৮০ জন অংশ নেন।
ডার্ক টু হোপ/এসএইচ