রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫,
২৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English हिन्दी

রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ
গ্রাহকের ৬০০ কোটি টাকা আত্মসাৎ: নওগাঁর এনজিও পরিচালক ঢাকায় গ্রেপ্তার
নওগাঁ প্রতিনিধি
Publish: Wednesday, 19 November, 2025, 11:59 PM

নওগাঁয় একটি এনজিও খুলে প্রতারণার মাধ্যমে গ্রাহকের ৬০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় প্রতিষ্ঠানটির পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। নাজিম উদ্দিন তনু (৩৭) নামে সেই ব্যক্তি নওগাঁর ‘বন্ধু মিতালী ফাউন্ডেশন’-এর পরিচালক।

বুধবার (১৯ নভেম্বর) সকালে ঢাকার দক্ষিণখান এলাকা থেকে তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে সিআইডি। এ নিয়ে মামলাটিতে এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সিআইডি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, নওগাঁ সদর মডেল থানায় প্রতারণার অভিযোগে তনুর বিরুদ্ধে গত ১২ নভেম্বর একটি মামলা হয়। তিনি মাসে এক লাখ টাকার বিপরীতে ২ হাজার টাকা লভ্যাংশ দেওয়ার কথা বলে গ্রাহকদের আকৃষ্ট করেন। কিছু গ্রাহক লভ্যাংশ পেলেও বেশিরভাগ গ্রাহক পেতেন না।

মামলাকারী এজাহারে তথ্য দেন, সেই এনজিওতে তার আমানত ২০ লাখ টাকা। এ ছাড়া ভুক্তভোগীদের প্রায় ১৫০ কোটি টাকা জমা রয়েছে। এ পর্যন্ত আট শ’র অধিক গ্রাহক ৬০০ কোটির বেশি প্রতারণার শিকার হয়েছেন বলে প্রাথমিক তথ্য মিলছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রাহকদের বেশিরভাগই দরিদ্র জনগোষ্ঠী। ২০২৪ সালের আগস্টের পর থেকে এনজিওটির আর্থিক লেনদেনে অস্বচ্ছতা দেখা দেয়। গ্রাহকরা তাদের জমাকৃত অর্থ কিংবা ঋণের অর্থ ঠিকঠাক তুলতে পারছিলেন না।

বিষয়টি পরিচালকসহ সংশ্লিষ্টদের বলার পর তারা সময় চান এবং কৌশলে এড়িয়ে যান। একপর্যায়ে ওই এনজিওর পক্ষ থেকে টাকা ফেরত দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয় এবং যারা সেখানে টাকা আনতে যান তাদের তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয় মামলায়।

মামলাটি বর্তমানে সিআইডির নওগাঁ জেলা ইউনিট তদন্ত করছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে ৪ কোটি ২৫ লাখের বেশি শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে: ইউনিসেফ
শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৬১৮, এশিয়াজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
হাসপাতালে ভর্তি নচিকেতা
৫ কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ
বিটিআরসির সামনে অবরোধ, বিক্ষোভ মোবাইল ব্যবসায়ীদের
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝