রবিবার, ১৬ নভেম্বর ২০২৫,
২ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English हिन्दी

রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
জাতীয়
দুই মাস বন্ধ থাকার পর আবারও ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু
নিউজ ডেস্ক
Publish: Saturday, 15 November, 2025, 10:34 AM

নিত্যপণ্যের বাজারে চাপ কমাতে নতুন উদ্যোগ নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। দুই মাস বন্ধ থাকার পর ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি এবার সাধারণ জনগণও স্বল্পমূল্যে টিসিবির তিনটি প্রধান পণ্য—সয়াবিন তেল, চিনি ও মশুর ডাল—ক্রয় করতে পারবেন।

আজ শনিবার (১৫ নভেম্বর) থেকে রাজধানীর বাইরে একাধিক জেলায় খোলা ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে। এই কার্যক্রম চলবে পরবর্তী ১৪ দিন, প্রতিদিন (শুক্রবার বাদে) নির্দিষ্ট সময়ে। প্রতিটি ট্রাকে ৫০০ জন ভোক্তার জন্য পণ্য বরাদ্দ রাখা হবে, যাতে বাড়তি ভোগান্তি ছাড়াই নির্দিষ্ট এলাকার মানুষ পণ্য সংগ্রহ করতে পারেন।

শুক্রবার (১৪ নভেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, নিম্ন ও মধ্যবিত্ত মানুষের আর্থিক চাপ কমানোই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য। বিজ্ঞপ্তিতে বলা হয়, খোলা ট্রাকের মাধ্যমে বিক্রির ফলে কার্ডধারীদের বাইরে থাকা বিপুল জনগোষ্ঠীও স্বল্পমূল্যের পণ্য পেতে পারবেন। এক ব্যক্তি সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুর ডাল এবং ১ কেজি চিনি কিনতে পারবেন। নির্ধারিত মূল্য হলো—সয়াবিন তেল লিটারপ্রতি ১১৫ টাকা, চিনি কেজিপ্রতি ৮০ টাকা এবং মশুর ডাল কেজিপ্রতি ৭০ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চট্টগ্রাম, সিলেট, রংপুর, নারায়ণগঞ্জ, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, নরসিংদী, কুষ্টিয়া, ভোলা ও জামালপুরসহ দেশের বিভিন্ন জেলায় প্রতিদিন ৬১টি ট্রাকের মাধ্যমে এই বিক্রি কার্যক্রম চলবে।

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে দিল্লি
বাগেরহাট কারাগারে ভারতীয় জেলের মৃত্যু
সেনেগালকে হারিয়ে ব্রাজিলের উল্লাস
ইন্দোনেশিয়ায় ভূমিধ্বসে ১১ জনের মৃত্যু
লিবিয়ার উপকূলে ২৬ বাংলাদেশিকে নিয়ে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
জাতীয়- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝