Publish: Thursday, 13 November, 2025, 10:42 PM

আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচি সফল ও সার্থক করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে ছাত্র, শিক্ষক, সাংবাদিক, শিল্পী, আইনজীবী, কৃষক, শ্রমিক, রিকশাচালক ও দিনমজুর—সকল শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কর্মসূচি সফল হয়েছে।
শেখ হাসিনা বলেন, “আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে যে দেশের মানুষ গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ। তাদের অকুণ্ঠ সমর্থনের জন্য আমি দেশবাসীর প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”
সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন চালাচ্ছে অভিযোগ করে শেখ হাসিনা বলেন, “নামাজরত বৃদ্ধ থেকে শুরু করে নারী ও তরুণদেরও গ্রেপ্তার করা হচ্ছে। সরকার সমগ্র দেশকে যেন শত্রু মনে করছে।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “জনগণের ওপর কোনো নিপীড়ন-নির্যাতন বরদাস্ত করা হবে না। দমন-পীড়ন যত বাড়বে, প্রতিবাদ তত জোরালো হবে।”
বিবৃতির শেষে আওয়ামী লীগ সভাপতি গণতন্ত্র পুনরুদ্ধার, রাষ্ট্রীয় সন্ত্রাস ও দমন-নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
দলটির পরবর্তী কর্মসূচি হিসেবে শেখ হাসিনা আগামী ১৪ ও ১৫ নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ, প্রতিবাদ ও প্রতিরোধ এবং ১৬ ও ১৭ নভেম্বর সারা দেশে পূর্ণ শাটডাউন (Complete Shutdown) পালনের আহ্বান জানান।
ডার্ক টু হোপ/এসএইচ