মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ কাটছাঁটের অভিযোগের মুখে পদত্যাগ করলেন বিবিসির পরিচালক টিম ডেভি। একইসঙ্গে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বিবিসি নিউজের বার্তাপ্রধান ডেবোরা টারনেস।
বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে 'শতভাগ ভুয়া সংবাদমাধ্যম' হিসেবে ট্রাম্পের প্রেস সচিবের মন্তব্যের একদিন পরই এই ঘোষণা এল।
শনিবার বিবিসিকে প্রোপাগান্ডা মেশিন বলে অভিহিত করেন প্রেস সচিব ক্যারোলিন লেভিট। বিবিসি প্যানোরামার একটি তথ্যচিত্রে ট্রাম্পের ২০২১ সালের ৬ জানুয়ারির বক্তব্য বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগ ওঠে।
ফাঁস হওয়া এক নথিতে দেখা যায়, বিবিসি ট্রাম্পের বক্তব্যের দুটি অংশ কেটে একসাথে জুড়ে দেওয়া হয়েছে। যেখানে সমর্থকদেরকে ক্যাপিটল হিলে বিশৃঙ্খলা সৃষ্টি করতে বলেছিলেন ট্রাম্প।
তবে যে অংশে ট্রাম্প শান্তিপূর্ণ কর্মসূচির কথা বলেছিলেন তা বাদ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এই ইস্যুতে তদন্ত শুরু করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি।
ডার্ক টু হোপ/এসএইচ