শনিবার, ৮ নভেম্বর ২০২৫,
২৪ কার্তিক ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ৮ নভেম্বর ২০২৫
বাংলাদেশ
বিমানবন্দর কার্গো কমপ্লেক্সে চুরি: আনসারের কাছে মিললো ১৫ মোবাইল
নিউজ ডেস্ক
Publish: Friday, 7 November, 2025, 12:01 PM

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে চুরি করে বের হওয়ার সময় জেনারুল নামের এক আনসার সদস্যকে আটক করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা কর্মীরা। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে বিমানবন্দরের ৮ নম্বর গেটে এ ঘটনা ঘটে। এসময় ওই আনসার সদস্যকে তল্লাশি করে তার বুট জুতা, প্যান্ট, শার্টে লুকিয়ে রাখা অবস্থায় অন্তত ১৫টি মোবাইল ফোন পাওয়া যায়।

কার্গোর দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক নিরাপত্তাকর্মী জানান, আটক জেনারুল বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। বিকেলে যখন তিনি হ্যাঙ্গার গেট দিয়ে বের হচ্ছিলেন, তখন তার হাঁটাচলায় অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। পরে তাকে তল্লাশি করে বুট জুতার ভেতরে এবং প্যান্টের ভেতরে লুকিয়ে রাখা অনেকগুলো মোবাইল ফোন উদ্ধার করা হয়।
 
তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে, বাইরে তার অন্য সঙ্গীরা অপেক্ষা করছিলেন। তিনি মোবাইল ফোনগুলো বের করে তাদের হাতে দিতেন।’ তবে ঘটনাটি প্রকাশ পাওয়ায় অন্যরা পালিয়ে যায়।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও জবাবদিহিতার আওতায় আনতে তদন্ত চলছে। অভিযুক্ত জেনারুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

রিজভীর পা ছুঁয়ে সালাম করা সেই পুলিশ সদস্য প্রত্যাহার
নরসিংদীতে মাইকে ঘোষণা দিয়ে ফের দু'পক্ষের সংঘর্ষ, আহত ১৫
সাপের অ্যান্টিভেনম সব উপজেলায় পাঠানোর নির্দেশ
গাজীপুরে তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝