ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে সরাইল-নাসিরনগর সড়কে উপজেলার বড্ডাপাড়া এলাকায় আলেয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের পরিচয় পাওয়া যায়নি। তাদের একজন অটোচালক, আরেকজন আরোহী বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মাছ ভর্তি ট্রাকটি নাসিরনগরের দিকে এবং অটোরিকশাটি বিশ্বরোড মোড়ের দিকে যাচ্ছিল। উপজেলার বড্ডাপাড়া এলাকায় আলেয়া মাদ্রাসার সামনে পৌছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।
পুলিশ জানিয়েছে, ৯৯৯–এ খবর পেয়ে সরাইল থানার এসআই প্রবোধ দাশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং স্থানীয় লোকজন কর্তৃক আটক ট্রাকটি থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ডার্ক টু হোপ/এসএইচ