Publish: Sunday, 2 November, 2025, 7:20 PM

শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মশাল মশাল মিছিল করেছেন। শনিবার (১ নভেম্বর) মধ্যরাতে মাছপাড়া কেন্দুয়ার চর এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
এদিকে, ঘটনাটির প্রতিবাদে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম সিদ্দিকী বাবু ও যুবদল নেতা পারভেজের নেতৃত্বে রাতেই জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া এবং পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা বজায় রাখতে এলাকায় নজরদারি আরো জোরদার করা হয়েছে।’
ডার্ক টু হোপ/এসএইচ